word এর টেবিল কপি করে অন্য পেজে Paste করলে টেবিল আসছে না, শুধু লেখা আসছে। সমাধান জানাতে চাই

Home / Answer

word এর টেবিল কপি করে অন্য পেজে Paste করলে টেবিল আসছে না, শুধু লেখা আসছে। সমাধান জানাতে চাই

Author Sakil | Asked on 2021-12-06 | • MS Word

word এর টেবিল কপি করে অন্য পেজে Paste করলে টেবিল আসছে না, শুধু লেখা আসছে। সমাধান জানাতে চাই 

authorTapGen replied on 2021-12-06

টেবিলকে কপি পেস্ট করার জন্য নিচের ধাপ গুলো দেখুন। 

ধাপ ০১ঃ প্রথমে টেবিল তৈরি করে টেবিলের বাম পাসের কর্নারের icon টি তে ক্লিক করুন। 

ধাপ ০২ঃ এরপর মাউস এর রাইট বাটন ক্লিক করুন এবং কপি চাপুন। 

ধাপ ০৩ঃ এরপর পেস্ট করার জন্য যেখানে পেস্ট করবেন সেখানে ক্লিক করুন এবং মাউস এর রাইট বাটন ক্লিক করে পেস্ট অপশন এ  লক্ষ্য করুন। প্রথম অপশনটি ক্লিক করলে টেবিল হবহু আসবে। ৪ নাম্বার অপশনটি ক্লিক করলে সুধু লিখা আসবে। 

 

তবে CRTL + V চাপলেও আমার এখানে টেবিল আসছে।  

authorSyed Faruk replied on 2021-12-07

কপি করার পর যেখানে পেস্ট করতে চাচ্ছেন সেখানে  CRTL + V  চাপলেই টেবিল সহ চলে আসবে। 

 

Please login your account for replying

Do you want to get the latest update?